ফ্রিডম ফাইটারস সফটওয়্যার প্রস্তুত করেছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট

0
402

খবর৭১:বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ‘ফ্রিডম ফাইটারস ডাটাবেইজ’ নামে একটি সফটওয়্যার প্রস্তুত করেছে। যেখানে মুক্তিযোদ্ধাদের সকল তথ্য পাওয়া যাবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম। বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নুরুন্নবী চৌধুরী শাওন ও কামরুল লায়লা জলি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনাকালে জানানো হয়, ২০১৩ সালের এপ্রিল থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা ও চিকিৎসা বিলের অর্থ চেকের পরিবর্তে অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে তাঁদের স্ব স্ব হিসাবে পরিশোধের প্রক্রিয়া চালু করা হয়। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা ও চিকিৎসা বিলের চেক সংগ্রহের কষ্ট ও আর্থিক ব্যয় লাঘব হয়েছে।

এ ছাড়াও বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের হালনাগাদ অবস্থা তুলে ধরা হয়।


খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here