ফ্রান্সে অভিবাসীদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

0
328

খবর৭১: ফ্রান্সের বন্দর নগরী ক্যালিয়ানে আফগান ও ইরিত্রীয় অভিবাসীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। ১৬-১৮ বছর বয়সী চার ইরিত্রীয় যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে বলা হয়, সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি। বৃহস্পতিবার বিকেলে শহরের দক্ষিণ উপকণ্ঠে আফগান ও ইরিত্রিয়ানদের মধ্যে প্রথম সংঘর্ষ হয়। সেখানে অভিবাসীরা ত্রাণের খাবারের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। অভিবাসীদের মধ্যে এ সংঘর্ষ প্রায় দুঘণ্টা স্থায়ী হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রথম দফা হামলার পর আরও একবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রায় ১৫০ থেকে ২০০ ইরিত্রিয়ান লাঠি ও লোহার রড নিয়ে ২০ জনের মতো আফগানের ওপরে হামলা চালায়।

বার্তা সংস্থা এএফপি জানায়, সংঘর্ষের সময় কমপক্ষে ১০০ ইরিত্রিয়ান ও ৩০ আফগান অভিবাসীকে আটক করা হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম্ব বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, সংঘর্ষের মাত্রা ছিল গুরুতর। আহতদের একজন পেছন দিক থেকে গলায় গুলিবিদ্ধ হয়েছে।
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here