ফ্রান্সের নাগরিকত্ব লাভ করেছেন থিয়াগো সিলভা

0
366

খবর৭১ঃ প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) অধিনায়ক থিয়াগো সিলভা ফ্রান্সের নাগরিকত্ব লাভ করেছেন। এক টুইটার বার্তায় ব্রাজিল তারকা সিলভা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

৩৪ বছর বয়সী সিলভা এই নাগরিকত্ব পাওয়ায় পিএসজির জন্য ইইউয়ের বাইরের খেলোয়াড় কোটায় একটি অতিরিক্ত জায়গা তৈরি হলো।

২০১২ সালে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএজিতে যোগ দেবার পর থেকে সিলভা এ পর্যন্ত ২৭৪টি ম্যাচ খেলেছেন।

ব্রাজিলের জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ৭৭টি আন্তর্জাতিক ম্যাচ।
টুইটারে এই সুসংবাদ দিয়ে সিলভা লিখেছেন, ‘আজ আমি, আমার স্ত্রী বেলে সিলভা ও আমার দুই সন্তান ইসাগো এবং ইয়াগো ফ্রেঞ্চ নাগরিকত্ব লাভ করেছি। এটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন।

গত সাড়ে ৬ বছর আমরা সবাই প্যারিসে আছি। প্যারিসকে আমরা নিজের ঘরের মতই মনে করি। আমাদেরকে নিজেদের হিসেবে গ্রহণ করার জন্য ফ্রান্সকে ধন্যবাদ। ‘
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here