ফের পেছাল আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন

0
232

খবর৭১ঃ প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে আফগানিস্তানের নির্বাচন কমিশন। কমিশন বলছে নির্বাচনটি আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ২০ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিলো।

বার্তা সংস্থাটি বলছে, দেশটিতে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। ওই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ’র কেউই পরিষ্কার বিজয় লাভ করতে পারেনি। দুই জনই পরস্পরের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলতে থাকলে অচলাবস্থা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় দুই মাস পর আশরাফ ঘানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আর আব্দুল্লাহ আব্দুল্লাহ নবগঠিত প্রধান নির্বাহীর পদ নেন।

প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন বর্তমান প্রেসিডেট আশরাফ ঘানি, প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং সাবেক জাতীয় নিরাপত্তা পরামর্শক মোহাম্মদ হানিফ আতমার।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here