ফের ঢাবি উত্তাল,অবরোধ চলছে

0
288

খবর৭১: কোটা বাতিলের প্রজ্ঞাপনের জারির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বেলা ১১ টায় একটি বিশাল মিছিল বের করে। আন্দোলনকারীরা কলাভবনের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে স্লোগান দিতে থাকে।

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, সারা বাংলার ছাত্রসমাজ আজ একতাবদ্ধ। তারা তাদের অধিকার নিয়ে রাজপথে। ছাত্রসমাজ কখনও ব্যর্থ হতে পারে না। প্রজ্ঞাপন না নিয়ে তারা ঘরে ফিরবে না।

আন্দোলনের আহ্বায়ক মামুন বলেন, আমাদেরকে বারবার আশ্বাস দেয়া হয়েছিল ৭ মে’র মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, ৭ মে পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারি করা হয়নি। আর প্রজ্ঞাপন জারি না করায় আজকে ছাত্রসমাজ আবার রাজপথে নেমেছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগসহ আরো কয়েকটি বিভাগ ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। এই মুহূর্তে ঢাবি ক্যাম্পাসে মিছিল করছেন আন্দোলনকারীরা।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here