ফের উত্তপ্ত পুলওয়ামা, নিহত ৪

0
299

খবর ৭১ঃ ফের থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে। দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছে। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলওয়ামা জেলার লসিপোরায় অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। প্রায় সোমবার সারারাত ধরে চলে অভিযান। এতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চলে তুমুল গোলাগুলি।

সংঘর্ষে ৪ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে দেশটির পুলিশ জানায়। বিচ্ছিন্নতাবাদীরা সকলে লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গেছে।
এছাড়া সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৩ জন সদস্য আহত হয়েছেন।

খবরে আরো বলা হয়েছে, ওই পুরো এলাকা ঘিরে রেখেছে দেশটির সেনাবাহিনী।এছাড়া ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে জঙ্গি হামলায় ৪২ জনের বেশি ভারতীয় জওয়ান নিহত হন। এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here