ফের অনশন শুরু করল গান্ধীবাদী নেতা আন্না হাজারে

0
294

খবর৭১:আবারো আমরণ অনশন শুরু করেছেন গান্ধীবাদী নেতা আন্না হাজারে। ভারতের রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে তিনি এ অনশন শুরু করেছেন।

ভারতের কেন্দ্রীয় সরকার লোকপাল গঠনে ব্যর্থ হওয়ায় এই অনশন শুরু করেছেন তিনি। পাশাপাশি দেশটির কৃষকদের সমস্যা মেটাতে স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করার দাবিও জানিয়েছেন তিনি।
আন্না হাজারে শুক্রবার সমর্থকদের নিয়ে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পর রামলীলা ময়দানে অনশন শুরু করেন।
তার এক সমর্থক জানান, ১৯৩১ সালের ২৩ মার্চ ভগত সিং, রাজগুরু ও শুকদেবকে ফাঁসিতে ঝোলায় ব্রিটিশ। তাই অনশন শুরু করার জন্য দিনটি বেছে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে আন্না হাজারে দুর্নীতি দমনে লোকপাল গঠনের দাবিতে রামলীলা ময়দানেই আমরণ অনশনে বসেন। সেসময় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লোকপাল গঠনের প্রতিশ্রুতি পেয়ে অনশন ভাঙেন তিনি। আন্নাকে নিজেদের দলে ভেড়ানোর অনেক চেষ্টা করে ভারতীয় কংগ্রেস ও বিজেপি। কিন্তু গান্ধীবাদী এই নেতা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়াননি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here