ফুলবাড়ীয়ায় আশ্রায়ণ প্রকল্পে ‘জলসিড়ি’র উদ্বোধন

0
272

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন এনায়েতপুরে আশ্রায়ণ প্রকল্পের ৪০ টি উপকারভোগী পরিবারের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় শেষে আশ্রায়ন প্রকল্পের বিদ্যুৎতায়ন, গাছের চারা বিতরণ ও নতুন খননকৃত ‘জলসিড়ি’ নামের একটি বিশাল পুকুর উদ্বোধন করেন।
এছাড়াও তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগীদের সাথে উঠান বৈঠকসহ ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয় মাঠে বাল্য বিবাহ,মাদক, ইভটিজিং ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আজিজুর রহমান, আতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইরুজ্জামান, অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম,এ্যাভোকেট ইমদাদুল হক সেলিম, ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন তালুকদার প্রমূখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here