ফুলবাড়িয়ায় পাহাড়ের গোয়ালায় অভিযান ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

0
266

মোঃ আব্দুল হালিম ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়িয়া-মুধপুর সীমান্তবর্তী পাহাড়িঅ লের সেই গোয়ালায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, আ’লীগনেতসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে। ফুলবাড়িয়া উপজেলা নাওগাঁও ইউনিয়নের পাহাড়িঅ ল কৃষ্টপুর এলাকায় ‘চেয়ারম্যানে গোয়ালা’ নামে পরিচিত প্রমোদকুঞ্জে দেহব্যবসা , মাদকদব্র ও জুয়া আসর চলে আসছিল দীর্ঘদিন যাবৎ। ’গোয়ালা’ থেকেই ভূমিদস্যু, বনদস্যুদ্যসহ পাহাড়ীঅ ল নিয়ন্ত্রণ করতে প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজা।
বুধবার রাতে মধুপুর থানা পুলিশ গোয়ালায় অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মোজম্মেল হক মোজা, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক মাস্টার, নুরুল ইসলাম মেম্বার, নাজিম উদ্দিন, ফরহাদ হোসেন, ও কদ্দুছসহ ৬জনকে গ্রেফতার করেন। পাহাড়ে গ্রেফতারের খবর ছড়িয়ে পরলে একধরনের আনন্দ উল্লাস করে সাধারন মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চেয়ারম্যানের বিভিন্ন অপকর্ম নিয়ে স্ট্যাটাস দিয়েছে অনেকে।
মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানের পাহাড়ের গোয়ালায় দীর্ঘ দিন ধরে মাদক,জুয়া এমনকি দেহব্যবসা হতো। অভিযানের সময় তাদেরকে জুয়ার আসর থেকে আটক করা হয়। আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here