ফুলবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0
217

মো ঃ আব্দুল হালিম ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়িয়া উপজেলার কালাদহ পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর দুই শিক্ষার্থী সড়কের পাশে পুকুরে গোসল করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার পাটিরা উত্তর পাড়া গ্রামের অলি উল্লাহর পুত্র কালদহ আরাফাত রহমান (৭) একই গ্রামের মিন্টু মিয়ার পুত্র সিজান (৬) পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র। বিদ্যালয় ছুটির পর দুই বন্ধু এক সাথে বাড়িতে আসে। দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বাড়ির সাথে সড়কে পাশে সফি মোল্লার মৎস্য ফিসারীর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় দুই শিশু সহপাঠির।
ফিসারীর পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে পথচারী এক মহিলার ডাক চিৎকারে স্থানীয়ারা এসে শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয় আছিম উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত্যু ঘোষনা করেন।
মুহুর্তের মধ্যে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পরলে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা ছুটে যায় শিশু দুটির বাড়িতে। দুই শিশুর পরিবারসহ স্বজনদের কান্নায় গ্রামের আকাশ বাতাস ভারি হয়ে উঠে। পরিবার ও সহপাঠিদের কান্নায় আশপাশের গ্রাম থেকে দেখতে আসা শত শত উৎসুখ মানুষ কেউ চোখের জল ধরে রাখতে পারেনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মাস্টার বলেন, রাস্তার পাশে মৎস্য ফিসারীর পুকুরে দুই শিশু মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি শুনার পরই তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছি।
পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে নিহত আরাফাত ও সিজান বিদ্যালয়ে খুবই শান্তপ্রিয় ছিল। প্রতিদিনই স্কুলে আসতো। আজকেও স্কুলে দু’জনকে আদর করেছি, দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ে তাদের মৃত্যু মর্মান্তিক খবর আসে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম বলেন, পানিতে পরে দুই শিশুর মৃত্যুর খবর শুনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here