ফুটবলের জন্য মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন মেসি

0
306

খবর৭১ঃএ নিয়ে চারবার বিশ্বকাপে খেলেছেন লিওনেল মেসি। ২০০৬, ২০১০, ২০১৪ এবং সর্বশেষ রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপ খেলেছেন তিনি। বিশ্বকাপের সর্বশেষ চার আসরে খেলেও আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিতে পারেননি এ তারকা।

২০২০ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ট্রফি মেসির হাতে ওঠার সম্ভাবনা রয়েছে। এমনটিই বলছেন রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্বপালন করা সাম্পাওলি।

বর্তমানে মেসির বয়স চলছে ৩১ বছর। কাতার বিশ্বকাপে তার বয়স হবে ৩৫। এই বয়সে জাতীয় দলের হয়ে সেরা খেলা উপহার দেয়া কঠিন। তাই ফুটবল ক্যারিয়ার দীর্ঘায়িত করতে এবং মুটিয়ে যাওয়ার ভয়ে প্রিয় মাংস-মাছ খাওয়া ছেড়ে দিয়ে শাকসবজিতে মনোযোগ দিচ্ছেন এই সুপারস্টার।

যে কারণে ঠান্ডা পানীয়, পিৎজা থেকে যাবতীয় তৈলাক্ত খাবার ছেড়ে দিচ্ছেন মেসি। মেসির এখন পছন্দ তাজা ও শুকনো ফল, অলিভ অয়েল দিয়ে তৈরি সালাদ, ব্রাউন রাইস ও পাস্তা।

বার্সেলোনার সাবেক ম্যানেজার কার্লোস রেসাক এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘প্রয়োজনের চেয়ে অনেক বেশি পিৎজা খেত মেসি। তবে ১৮-১৯ বছর বয়সে যা খাওয়া যায়, ২৭-২৮ বছরে সম্ভব নয়। মেসি তা উপলব্ধি করেই বদলে ফেলেছেন খাদ্যাভ্যাস।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here