ফিলিস্তিনিদের ত্রাণ বন্ধের হুমকি ট্রাম্পের

0
307

খবর৭১: ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় না বসলে ফিলিস্তিনিদের ত্রাণ দেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি ‍উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, অর্থ সহায়তা পেতে হলে ফিলিস্তিনকে অবশ্যই ইসরাইলের সাথে আলোচনায় বসতে হবে।

জেরুজালেম ইস্যুতে মার্কিন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফিলিস্তিন যুক্তরাষ্ট্রকে অসম্মান করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে আমাদের মহান ভাইস প্রেসিডেন্টকে তাদের সঙ্গে দেখা করার সুযোগ না দিয়ে তারা আমাদের অপমান করেছে এবং ত্রাণ হিসেবে তাদেরকে আমরা লাখ লাখ ডলার দিচ্ছি, অসংখ্য সমর্থন দিয়ে আসছি- যে সংখ্যা কেউ বুঝবে না- টেবিলে অর্থ রাখা আছে এবং তারা শান্তি আলোচনায় না বসা পর্যন্ত কোনো অর্থের ছাড় হবে না।’

বক্তৃতায় তিনি শান্তি আলোচনা ফলপ্রসূ না হওয়ার জন্য ফিলিস্তিনি নেতাদের দায়ী করেন।

তবে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি প্রত্যাখান করেছেন ফিলিস্তিন। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত আলোচনা হবে না বলেও জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here