ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বামপন্থী বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত

0
295

খবর৭১:ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বামপন্থী বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। সরকারি সেনাদের সঙ্গে বামপন্থী বিদ্রোহীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে চারজন নিউ পিপলস আর্মির (এনপিএ)-এর গেরিলা সদস্য এবং অপরজন সরকারি সেনা সদস্য। সোমবার মিন্দানাও প্রদেশের উত্তর কুতাবাতো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আঞ্চলিক সেনা মুখপাত্র মেজর এজরা বালাগটি জানান, বিদ্রোহীরা সরকারি সেনাদের ওপর হামলা করার আগেই প্রতিরোধের মুখে পড়ে। পালিয়ে যাওয়া গেরিলাদের আটক করতে এলাকায় সেনা অভিযান চলছে। কুতাবাতোর লোয়াউন গ্রামে স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে বামপন্থী বিদ্রোহীরা সরকারি সেনা ও মিলিশিয়াদের একটি ঘাঁটি ঘেরাও করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সোমবার ভোর ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে নিহত চান বিদ্রোহীর লাশ ফেলে রেখে অন্যরা পালিয়ে যায়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here