ফিফাকে তোপ ম্যারাডোনার

0
643

খবর৭১ঃআগে বলা হতো, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নাকি দিয়েগো ম্যারাডোনার দারুণ বন্ধু। এবার তার বিরুদ্ধেও সরব আর্জেন্টাইন কিংবদন্তি। বলে দিলেন, ইনফান্তিনোর আমলে ফিফা একটুও বদলায়নি।

দুর্নীতির অভিযোগে ছয় বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার। তার জায়গায় ২০১৬ সালের নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হন ইনফান্তিনো। ম্যারাডোনার দাবি, এত বড় পরিবর্তন হলেও ফুটবলারদের প্রতি ফিফার ব্যবহার খুব খারাপ। সে কারণেই কিংবদন্তি ফুটবলারদের নিয়ে ফিফা যে পরিকল্পনা করেছিল, সেখান থেকে সরে গেছেন তিনি।

ম্যারাডোনা বলেছেন, ‘আমাকে কিংবদন্তিদের দলের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু ইনফান্তিনোকে চিঠি লিখে আমি পদত্যাগ করেছি। কারণ ব্লাটার এবং হুলিয়ো গ্রোন্দোনা চলে যাওয়ার পরও ফিফা একটুও বদলায়নি।’ ফিফার বিরুদ্ধে তার মূল অভিযোগটা কী, সেটাও পরিষ্কার করে দিয়েছেন ম্যারাডোনা।

‘একবার ওরা আমাকে হোটেলে একই রুমে দু’জনের সঙ্গে থাকতে বলল। আমরা যেন কুকুরছানা। যাদের একটু খেতে দিলেই চলবে। আমাদের মতো সাবেকদের সম্মান জানানোর কোনো ইচ্ছাই ওদের মধ্যে দেখিনি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here