ফিদেল কাস্ত্রোর বড় ছেলের আত্মহত্যা

0
486

খবর৭১: কিউবা বিপ্লবের মহানায়ক প্রয়াত ফিদেল কাস্ত্রোর ছেলে ফিদেল অ্যাঞ্জেল ক্যাস্ত্রো দিয়াজ-বালার্টের (৬৮) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানী হাভানায় তার বাসা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) কিউবার সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। দিয়াজ বালার্ট কিউবার মানুষের কাছে ‘ফিদেলিতো’ নামে পরিচিত ছিলেন। তিনি একজন পদার্থবিজ্ঞানী ছিলেন।

কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম গ্রানমার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘মানসিক অবসাদের কারণে গত কয়েক মাস ধরেই ফিদেল অ্যাঞ্জেল ক্যাস্ত্রো দিয়াজ-বালার্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজের জীবন নিজেই নিয়েছেন।’

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, মানসিক অবসাদের কারণে ফিদেলিতো কিছুদিন হাসপাতালেও ছিলেন।

ফিদেলপুত্রের শেষকৃত্য পারিবারিকভাবে হবে। তবে এ সম্পর্কে আর বিশেষ কিছু জানানো হয়নি।

দিয়াজ-বালার্ট সাবেক সোভিয়েত ইউনিয়নে পড়াশুনা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কিউবান কাউন্সিল অব স্টেটে বৈজ্ঞানিক পরামর্শদাতা এবং কিউবান একাডেমি অব সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮০ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি কিউবার জাতীয় পারমাণবিক কর্মসূচির প্রধান ছিলেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here