ফাল্গুনের শুরুতে রাজধানীতে হঠাৎ বৃষ্টি

0
494

খবর ৭১ঃ চিরসুন্দর ঋতুরাজ বসন্তের ফাল্গুনের ৫ম দিন আজ। ফাল্গুনের শুরুতে হঠাৎই রাজধানীতে ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি হয়েছে। রবিবার ( ১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে বৃষ্টি নামে। বৃষ্টির পাশাপাশি বয়ে যায় দমকা হাওয়া।

তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃষ্টি বেশিক্ষণ না থাকলেও বেশ ঠাণ্ডা বাতাস বইছে। আকাশ এখনও কালো মেঘে ঢাকা। কিছুক্ষণ পর পর মেঘও ঢাকছে।

এদিকে, ফাল্গুনে এই হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন রাজধানীর পথচারীরা। মাত্র ১৫ মিনিটের বৃষ্টি কর্মজীবিদের কিছুটা হলেও দুর্ভোগের মধ্যেই ফেলে দেয়। জীবিকার প্রয়োজনে নিম্নআয়ের মানুষগুলো ঘর থেকে বেরিয়ে বৃষ্টিতে ভিজেছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অফিসগামী অনেককেই বৃষ্টিতে ভিজে পথ চলতে দেখা গেছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে থাকেন হাসনা জামান। তিনি জানান, সকালে মেয়েকে স্কুলে দিয়ে অফিসে যান তিনি। হঠাৎ বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন। মেয়ে ও তিনি দুজনের ভিজে যান। বৃষ্টিতে কোনো যানবাহন পাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here