ফার্নিচার ও বাড়িঘর উপকরণ নির্মাতা হ্যাফলে বাংলাদেশে যাত্রা শুরু

0
398

খবর৭১:ফার্নিচার ও বাড়িঘরের নকশা সংক্রান্ত উপকরণ নির্মাতা প্রতিষ্ঠান হ্যাফলে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। রোববার বিকেলে রাজধানী বনানীতে স্টেট-অব-আর্ট নকশায় হ্যাফলে ডিজাইন সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ ও হ্যাফলে দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ইউর্গেন।

বিশ্বমানের নান্দনিক ও অভিনব নকশা সম্বলিত উপকরণের পসরা সাজানো হয়েছে ৩ হাজার ৩০০ বর্গফুটের শো রুমটিতে। উদ্বোধন শেষে জার্মান রাষ্ট্রদূতকে ঘুরে ঘুরে বিভিন্ন উপকরণ দেখান প্রতিষ্ঠানটির পরিচালক।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউর্গেন উলফ বলেন, বিভিন্ন হোটেল ও বাণিজ্যিক প্রকল্পে পণ্য সরবরাহের মাধ্যমে আমরা গত ২০০৭ সালে প্রথম বাংলাদেশে পরিচালনা শুরু করি। তখন আমাদের ছোট একটি দল ও কয়েকজন বিক্রয় প্রতিনিধি ছিল। চাহিদার ভিত্তিতে সেবা ও কারিগরি সহায়তা দলের সমন্বয়ে আমরা বাংলাদেশে নিবেদিত রিজিওনাল অফিস প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু করলাম। যার ফলে ক্রেতারা উন্নত বিক্রয় পরবর্তী সেবা পাওয়ার সুযোগ পাবেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here