ফরিদপুরের মধুখালীতে চলছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা

0
1074

সালেহীন সোয়াদ সাম্মী, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে চলছে ৯ দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। দীর্ঘ ২৭
বছর ধরে মধুখালীর সাংস্কৃতিক ব্যক্তত্ব সহ সব ধরনের মানুষের সমন্বয়ে
মেলা পরিচালিত হচ্ছে। বৈশাখ মাস অাসলেই যেন চারিদিকে বৈশাখী মেলার অামেজ
চোখে পরে। এবারের মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, নৌকা,
ঘোড়া, এছারাও রয়েছে পুতুল নাচ, মোটর সাইকেল ও মাইক্রো রেস। মেলায় রয়েছে
নানা ধরনের স্টল। এর মধ্যে মাটির জিনিসপত্রের দোকান,জুতা সেন্ডেল, কাপড়,
ঘর সাজানো জিনিসপত্র,মিষ্টি সামগ্রী, চশমা, ঘড়ি, মোবাইল, কম্বল,ব্যাট বল,
নার্সারি, খাবারের দোকান সহ নানান ধরনের দোকানপসার। এছারাও মেলার মুক্ত
মঞ্চে প্রত্যেকদিন পরিবেশিত হচ্ছে স্থানীয় ও বাইরের শিল্পীদের সমন্নয়ে
গান, নৃত্য এবং যাদু প্রদর্শনী। মেলাকে ঘিরে প্রত্যেক দিন প্রচুর লোক
সমাগম করছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য মধুখালী থানা পুলিশ
তদারকি করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here