ফনির প্রভাবে রাজধানীতে হাঁটুপানি

0
387

খবর৭১ঃঘূর্ণিঝড় ফনির প্রভাবে শনিবার রাজধানী ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর প্রধান সড়কসহ অনেক অলিগলিতেও হাঁটুপানি জমে যায়। ফলে নগরবাসীকে সীমাহীন ভোগান্তিতে চলাচল করতে হয়েছে।

খোঁজখবরে জানা যায়, ফনির প্রভাবে মহানগরীর মিরপুর, কালশি, শেওড়াপাড়া, কাজীপাড়া, জোয়ার সাহারা, বাংলামোটর, পুরান ঢাকার জুরাইনসহ বিভিন্ন এলাকার সড়কে হাঁটুপানি জমে যায়। এতে সীমাহীন ভোগান্তির শিকার হন ওইসব এলাকায় চলাচলকারীরা। অতিবৃষ্টির কারণে যানবাহনের সংখ্যা কম ছিল, এতে পরিবহন চালকরা দ্বিগুণ-তিনগুণ ভাড়াও আদায় করেছেন।

মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসিন্দা মো. আরিফুল হক বলেন, ব্যবসায়িক কাজে সকাল ১০টায় প্রাইভেট কারে মিরপুরের ইব্রাহীমপুরে গিয়েছিলাম। কাজ শেষে বিকালে ফেরার পথে দেখি, সড়কে হাঁটুসম পানি জমেছে। খানাখন্দে ভরা সড়ক মাড়িয়ে বলাচলে পিঁপড়ার গতিতে অনেক কষ্টে বাসায় ফিরেছি।

ভুক্তভোগীরা জানান, বৃষ্টি হলেই নগরীতে জলাবদ্ধতা হয়। কয়েক বছর ধরে চলে আসা বর্ষার এ ভোগান্তি এবারও পিছু ছাড়ছে না, সেটা ফনি সৃষ্ট বৃষ্টি আবারও প্রমাণ করল। সরকারি ছুটি এবং ঘূর্ণিঝড় ফণীর আতঙ্কের কারণে শনিবার সড়কে মানুষের উপস্থিতি কম ছিল। এরপরও বেসরকারি প্রতিষ্ঠান বা অন্যান্য প্রয়োজনে যারা বাসার বাইরে বের হয়েছিলেন, তারাও সীমাহীন ভোগান্তির কবলে পড়েন।

শনিবার সন্ধ্যায় জোয়ার সাহারার বাসিন্দা ও মুদি দোকানদার মোকাররম হোসেন বলেন, তীব্র গরমের পর বৃষ্টি স্বস্তির বিষয়। কিন্তু এটা রাজধানীবাসীর জীবনে নাভিশ্বাস বইয়ে দিয়েছে। সড়কে হাঁটুপানি জমে যাওয়ায় মানুষের চলাচলে অন্তহীন দুর্ভোগ লক্ষ করেছি দোকানে বসে। আর এ প্রতিকূল আবহাওয়ার কারণে দোকানে বিক্রিও কম হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here