ফনির পর ভারত সীমান্তে তীব্র ভূমিকম্প

0
534

খবর৭১ঃ ঘূর্ণিঝড় ফনির রেশ কাটতে না কাটতেই ভারত সীমান্তে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকাল ৪টা ৩৩ মিনিটে ভারতের নাগাল্যান্ডের মন থেকে ৯৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়।

কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৪। এছাড়া কম্পনের উৎসস্থলের গভীরতা ছিল ১০০ কিলোমিটার। এই ভূমিকম্পে ভারত ও মিয়ানমারে প্রভাব পড়েছে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ভারতীয় আবহাওয়াবিদরা ৮ মাত্রার কম্পন হতে পারে বলে আগে থেকেই সতর্ক করেছিলেন।

গত ২ মে সতর্কবার্তায় বলা হয়, সৌরজগতের অবস্থানগত কিছু পরিবর্তনের জন্য পৃথিবীতে এই ভূমিকম্প দেখা দিতে পারে। বৈজ্ঞানিক পরিভাষায় একে বলা হচ্ছে ক্রিটিক্যাল জিওমেট্রি।

এদিকে গতিপথ পরিবর্তন করে শনিবার সন্ধ্যার পর ভারতের আসামের দিকে চলে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস শনিবার বিকাল ৩টার পর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সন্ধ্যার পর ফনি বাংলাদেশের বাইরে ভারতের আসামের দিকে যাবে। তবে ফনির প্রভাবে দক্ষিণাঞ্চলে বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে রোববারও সারা দেশে বৃষ্টিপাত হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here