ফণী ২০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ওড়িশায়

0
362

খবর৭১ঃ ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতি নিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ ওড়িশার দক্ষিণের পুরী উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার (৩ মে) স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। সেখানে প্রবল ঝড়ো হওয়া বইছে। ঝড়ের পাশাপাশি প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে। বিভিন্নস্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে।

ভারতের আবহাওয়া অধিদফতরের (আইএমডি) অতিরিক্ত মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দুপুর পর্যন্ত ওড়িশা অবস্থান করবে ফণী। এরপরে তটরেখা ধরে সেটি পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যেতে পারে।

এদিকে, ওড়িশা রাজ্য সরকার ইতোমধ্যে সেখান থেকে প্রায় ১১ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে। রাজ্যে খোলা হয়েছে ৮৭৯টি সাইক্লোন সেন্টার। যাতে ১১ লাখ লোকের জরুরি অবস্থানের ব্যবস্থা রয়েছে। কোস্টগার্ড ও নৌবাহিনী হেলিকপ্টার এবং জাহাজের মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। অন্ধ্র প্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে প্রস্তুত রয়েছে বিমান বাহিনীও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here