প্রয়াত এমপি লিটন স্মরণে গোলাম মোস্তফা’র শোকসভা

0
396

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন’র স্মরণ ও গোলাম মোস্তফা আহমেদ’র শোক সভানুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উপজেলা আ’লীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেনের সভাপতিত্বে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের মাস্টারপাড়াস্থ প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন’র বাসভবনের উঠানে এ সভানুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের আয়োজে যৌথ এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আ’’লীগের সাংগঠনিক সম্পাদক- বিএম মোজাম্মেল হক এমপি, আনন্দ গ্রুপের চেয়ারম্যান ও প্রয়াত এমপি লিটনের বড় বোন- আফরোজা বারী, সহধর্মিনী- সৈয়দা খুরশীদ জাহান স্মৃতিসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের আ’লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বিগত ২০১৬ সালের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ ঘরে আততাঁয়ীদের ছোঁড়া গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় মারা যান এমপি লিটন। পরদিন তাঁর ছোট বোন ফাহমিদা বুলবুল কাকুলী থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে এ আসনের সাবেক মহাজোট সরকার (জাপা)’র এমপি কর্ণেল (অব:) ডা: আব্দুল কাদের খাঁন, তাঁর সহোচর সোহেল রানা, শাহীন মিয়া, মেহেদী হাসান, শামছুজ্জোহা, গাড়িচালক হান্নান ও সুবল চন্দ্রকে গ্রেপ্তার পূর্বক ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও)- তৎকালীন সুন্দরগঞ্জ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক- আবু হায়দার আরিফ। এ ঘটনার অপর সমন্বয়কারী চন্দন কুমার রায় পালিয়ে ভারতে অবস্থান নেয়ায় সেখানকার পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরে আনার প্রক্রিয়া চলছে বলে একাধিক সুত্র জানায়।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর সকাল ৮ টা ৩৫ মিনিটে ঢাকাস্থ সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল)-এ দীর্ঘ ১ মাস চিকিৎসা শেষে মারা যান এমপি গোলাম মোস্তফা আহমেদ। তিনি এর আগে ১৮ নভেম্বর বাড়ি থেকে ঢাকা যাবার পথে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হন। ২০১৭ সালের ২২ মার্চ উপ-নির্বাচনে ৯০হাজার ১শ ৬৯ ভোট পেয়ে আ’লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন গোলাম মোস্তফা আহমেদ।
এদিকে, যৌথ অনুষ্ঠানে ত্রুটিজনিত কারণভেবে পৃথকভাবে প্রয়াত এমপি গোলাম মোস্তফা আহম্মেদের কবর জিয়ারত করেন- জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। এসময় ছিলেন- প্রয়াত এমপি গোলাম মোস্তফা আহম্মেদের পুত্র মেহেদী হাসান মাসুমসহ আ’লীগ ও এর অঙ্গ- সংগঠনের একাংশের নেতৃবৃন্দ।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here