প্রহসনের এ রায় বাতিল না হলে গণরায়ের মাধ্যমে জুলুমবাজ এ সরকারের পতন ঘটাতে গণ আন্দোলন শুরু করা হবে-কামরুল

0
338

সুনামগঞ্জ প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে কামরুজ্জামান কামরুল বলেন,প্রহসনের এ রায় বাতিল না হলে গণরায়ের মাধ্যমে জুলুমবাজ এ সরকারের পতন ঘটাতে গণ আন্দোলন শুরু করা হবে। পুলিশ দিয়ে আমাদের শান্তিপূর্ন বিক্ষোব মিছিলে এই অবৈধ সরকার বাঁধা সৃষ্টি করছে। তিনি আরো বলেন,দেশমাতা গণতন্ত্রের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর রাষ্ট্রীয় ষড়যন্ত্রে প্রহসনের বিচার বন্ধ করে দেশনেত্রীকে স্বসম্মানে বেকসুর খালাস দিতে হবে না হলে বিএনপির সাথে এদেশের জনগন ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে। তখন এই অবৈধ সরকার কোন পথ খোজেঁ পাবে না। পাবে না তার সাথে জরিত সকল স্বরযন্ত্রকারীরা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জিয়া অরফানেজ ট্রাষ্ট দূনীর্তি মামলায় খালেদা জিয়ার ৫বছর ও তারেক রহমানসহ অপর পাঁচ জন আসামীর ১০বছরের কারাদ-ের রায় নিয়ে কেন্দ্রী কর্মসূচির অংশ হিসাবে ২য় দিন কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে শনিবার বিকালে এক প্রতিবাদ সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠানিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এসব কথা বলেন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মধ্য বাজারে বিএনপি,যুবদল,ছাত্রদলসহ ও অঙ্গসংঘটনের নেতৃবৃন্ধের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা বিএনপির সাংগঠানিক সম্পাদক মেহেদী হাসান উজ্জলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ,তাহিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন,তাহিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন,সহ সাংঠানিক রফিকুল ইসলাম,শ্রমিক দল সভাপতি ফেরদৌস আলম,সেচ্ছা সেবক সাধারন সম্পাদক শাহীন মিয়া,বিএনপি নেতা মোশাহিদ আলম,গোলেনুর,ডাঃ সামসুদ্দিন,শামীম আহমদ,সাখায়াত হোসেন,চাঁন মিয়া মাষ্টার,বাদল মিয়া,জমির উদ্দিন,যুবদল নেতা আবুল হুদা,শাহীন আলম,শাহজাহান কবির,ছাত্রদল নেতা ইফতেকার শিপুল,জাহাঙ্গীর আলম,তুজাম্মিল হক নাসরুম,দেবাশীষ সরকার রুবেল,চাঁন মিয়া,আবু হুরায়রা সোহাগ,আনোয়ার হোসেন,এসএম মুন্না প্রমুখ। এসময় বক্তারা বলেন,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে প্রহসনের বিচারের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান বক্ত্যাগন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here