প্রস্রাব চেপে রাখলেই ভয়ঙ্কর বিপদ

0
335

খবর ৭১:কখনও কাজে ব্যস্ত থাকার কারণে, কখনও উপযুক্ত জায়গা বা সুযোগ না পাওয়ার জন্য প্রস্রাব চেপে রাখেন অনেকেই৷ কিন্তু দীর্ঘদিন ধর এই ভাবে প্রস্রাব চেপে রাখতে রাখতে তার কি ভয়ানক প্রভাব আপনার শরীরের ওপর পড়ছে তা কি জানেন?

আসুন জেনে নেই প্রস্রাব চেপে হতে পারে যেসব সমস্যা।

পেটে ব্যথা ও কিডনিতে চাপ

মূত্রত্যাগ না করে তা চেপে রাখলে, প্রস্রাবের সময় গুরুতর ব্যথা অনুভব করতে পারেন৷ কিডনিতে চাপ সৃষ্টি হয়ে তা ক্ষতিগ্রস্ত হতে পারে৷

মূত্রনালীতে সংক্রমণ

মূত্রনালীতে সংক্রমণ এক ধরনের ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ যার ফলে মূত্রনালি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রস্রাব চেপে রাখলে মূত্রনালীতে সংক্রমণ হতে পারে৷

ব্লাডার ফেটেও যেতে পারে

একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্লাডার দুই কাপের মতো মূত্র ধারণ করতে পারে। এরপরেই আমাদের মস্তিষ্কে সিগন্যাল যায় যে এখন ব্লাডার খালি করতে হবে। এ সিগন্যাল উপেক্ষা করলে ব্লাডারের সিলিন্ড্রিক্যাল স্ফিঙ্কটার খুব শক্ত হয়ে বন্ধ হয়ে থাকে যাতে কোন তরল বের হতে না পারে। এই অবস্থায় ব্লাডার ফেটেও যেতে পারে।

সাধারণত মহিলারা ৩-৬ ঘন্টা মূত্র চেপে রাখতে পারেন। কিন্তু প্রতিটি মানুষের ক্ষেত্রে এই সময়টি আলাদা আলাদা হয়। তাই যত দ্রুত সম্ভব ব্লাডার খালি করে ফেলুন৷ শরীরের সুস্থতাই প্রথম এবং শেষ কথা৷
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here