প্রভাবশালী ১১ নারীর তালিকায় নওয়াজ-কন্যা মরিয়ম

0
530

খবর ৭১:প্রতিজ্ঞা ও সাহসের জন্য প্রশংসিত বিশ্বের ১১ নারীর তালিকায় স্থান করে নিয়েছেন পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ।

নিউইয়র্ক টাইমস ২০১৭ সালে এমন ১১ নারীর তালিকা প্রকাশ করেছে, যারা রাষ্ট্র, আইন ও সমাজবিরোধী প্রথা এবং রেওয়াজের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। খবর: দৈনিক জংগ উর্দুর।

মার্কিন এই পত্রিকার মতে, বিশ্বের প্রভাবশালী ১১ নারী ইচ্ছা ও প্রতিজ্ঞা দিয়ে পৃথিবীর সামনে নিজেদের মেলে ধরেছেন। মরিয়ম মাত্রই দেশটির রাজনীতির ময়দানে পা রেখেছেন।

পানামা পেপার্স কেলেঙ্কারিতে আদালত নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। এর বিপক্ষে জোরালো তৎপরতার মাধ্যমে অল্প সময়েই মরিয়ম প্রভাবশালী নারী হিসেবে জায়গা করে নিয়েছেন।

নারী অধিকার, সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তোলা, কারাগারে কঠোরতার শিকার এবং আশাবাদী শব্দ দিয়ে জীবনে রঙ লাগানো এই নারীদের মধ্যে আরও রয়েছেন- আরব, ইন্দোনেশিয়া, জার্মানি, ইতালি, সুইডেন, ফ্রান্স, মিয়ানমার, তুরস্ক ও চীনের সাহসী কয়েকজন নারী।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here