প্রভাবশালী তালিকায় নাম উঠে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর

0
789

খবর৭১ঃ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের নাম প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এ তালিকায় জায়গা করে নিয়েছেন সম্প্রতি মানবতার পথপ্রদর্শক হিসেবে আলোচনায় আসা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। একইসঙ্গে এ তালিকায় প্রথমবারের মতো জায়গায় নিয়েছেন সর্বোচ্চ সংখ্যক নারী; বিশ্বব্যাপী ৪৮জন।

স্থনীয় সময় বুধবার (১৭ এপ্রিল) বরাবরের মতো মার্কিন প্রভাবশালী এবং বহুল প্রচারিত ম্যাগাজিনটি বিশ্বব্যাপী ১০০ জনের তালিকা প্রকাশ করে। ২০০৪ সাল থেকে নিয়মিত প্রকাশ করা এ তালিকায় এবারই সর্বোচ্চ সংখ্যক নারী প্রভাবশালী খেতাবে ভূষিত হয়েছেন।

২০১৯ সালের পাঁচটি ক্যাটাগরির প্রভাবশালীদের তালিকায় লিডার হিসেবে নাম উঠে এসেছে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ ২৬ জন। সম্প্রতি ভারত-পাকিস্তানের কাশ্মীর উত্তেজনা নিয়ে আলোচনায় আসেন সাবেক এই ক্রিকেটার। ১০০ প্রভাবশালীর লিডার ক্যটাগরির ১৯ নম্বর অবস্থানটি দখল করেন নেন তিনি।

তালিকার বাকি প্রভাবশালী নেতারা হলেন- ধারাবিহকভাবে মার্কিন পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ, মার্কিন রাজনীতিবিদ আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, কিউই প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদো, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ, মার্কিন রাজনীতিবিদ এবং সিনেটর মিচ ম্যাককনেল, মার্কিন বিচারপতি ব্রেট কাভানাহ, ইংলিশ বিজ্ঞানী জেন গুডাল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, চীনা উদ্যোক্তা ঝাং ইমিং, দক্ষিণ কোরীয় জলবায়ু গবেষক হোসাং লি, আমেরিকান অ্যাটর্নি জেনারেল উইলয়াম বার, পোপ ফ্রান্সিস, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, আমেরিকান ফিজিসিয়ান লিয়ানা ওয়েন, আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, আমেরিকান আইনজীবী রবার্ট মুলার, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, ইতালির উপ প্রধানমন্ত্রী ম্যাথ্যু স্যালভিনি, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো ও চীনা রাজনীতিবিদ ঝ্যাং কেজিয়ান।

এদিকে, পাইওনিয়ার ক্যাটাগরিতে উঠে এসেছেন সান্দ্রা ওহ, নাওমি ওসাকা, হাসান মিহনাজ প্রমুখ।

আর প্রভাবশালীর আর্টিস্ট ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ‘রক’খ্যাত অভিনেতা ডোয়ায়েন জনসন, এমিলিয়া ক্লার্ক, ব্রি লারসন, আরিয়ানা গ্রান্ডে, মেহেরশালা আলী, রামি মালেক প্রমুখ। তবে প্রথমবারের মতো এবারের তালিকায় কোনো র‍্যাপার স্থান পাননি।

আইকন ক্যাটাগরিতে টেইলর সুইফট, মিশেল ওবামা, লেডি গাগাসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।

সবশেষ ক্যাটাগরি টাইটানসে চমক হিসেবে উঠে এসেছে মিশরের তারকা ফুটবলার মোহাম্মাদ সালাহর নাম। এছাড়াও তালিকায় রয়েছেন মার্ক জাকারবার্গ, টাইগার উডস, ভারতের মুকেশ আম্বানি প্রমুখ।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here