প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে (এনআইডি) দিতে উদ্যোগী হয়েছে ইসি

0
371

খবর৭১:প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। জানা গেছে, সিঙ্গাপুর থেকে পরীক্ষামূলকভাবে এ কাজ শুরু হবে।

প্রায় ১০ বছর আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হলে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার দাবিও আলোচনায় আসে। সে সময় বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলেও এবার তা বাস্তবায়ন হতে যাচ্ছে। এজন্য আগামী ফেব্রুয়ারিতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে সিঙ্গাপুরেই পাইলট প্রকল্পের প্ল্যান করা হয়েছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here