প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্বাচনী প্রতিশ্রুতি নড়াইলের মধুমতি নদীতে সেতুর নির্মণের মালামাল আনা শুরু

0
301

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্বাচনী প্রতিশ্রুতি নড়াইলের মধুমতি নদীতে সেতুর নির্মণের মালামাল আনা শুরু, দেশের দক্ষিণ-পশ্চিমা লের মানুষের যাতায়াতের জন্য পূর্বা লের নড়াইলের মধুমতি নদীর কালনা ফেরিঘাটে অবশেষে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। কালনা সেতুটি হবে ছয় লেনের। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে, ছয় লেনের এই সেতুট হবে এশিয়ান হাইওয়ের অংশ। চারটি মূল লেনে দ্রুত গতির এবং দুটি লেনে কম গতির যানবাহন চলাচল করবে। সেতুটির দৈর্ঘ্য হবে ৬৯০ মিটার এবং প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। উভয় পাশে অ্যাপ্রোচ সড়ক হবে ৪ দশমিক ৩০ কিলোমিটার। সেতুটি নির্মাণে প্রাথমিক ব্যয় হবে ৯৫৯ কোটি টাকা। পরবর্তীতে সেতুর নির্মাণ ব্যয় বাড়তে পারে। জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে সেতুটি নির্মিত হবে। জাপানের টেককেন কর্পোরেশন ও ওয়াইবিসি এবং বাংলাদেশের আব্দুল মোনেম লিঃ যৌথভাবে এই সেতুর ঠিকাদার। প্রকল্পের ব্যবস্থাপক সুমন সিংহ, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, গত ২৪ জুন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে সেতু কর্তৃপক্ষের কার্যাদেশ চুক্তি স্বাক্ষর হয়েছে। তখন থেকে ৩৬ মাসে অর্থাৎ ৩ বছরের মধ্যে সংশ্লিষ্ট ঠিকাদার এই সেতুটির নির্মাণ কাজ শেষ করবেন। নভেম্বরের প্রথম সপ্তাহে সেতুটির পাইলিং শুরু হবে। ডিসেম্বর থেকে সেতুর মুল পাইলি এর কাজ শুরু হবে। এর সাথে সংযোগ সড়কের কাজও চলবে। ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পরিচালক কে এম আতিকুল হক, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে দৃষ্টি নন্দন ও ব্যতিক্রমী ছয় লেনের সেতু হবে এটি। এমন সেতু দেশে প্রথম নির্মাণ হচ্ছে বলে তিনি জানান। সেতুটি চালু হলে উভয় পাড়ের দক্ষিণ-পশ্চিমা লের ১০ জেলার মানুষের দুর্ভোগ লাঘব হবে। এটা এই এলাকার মানুষের স্বপ্নের সেতু। এই সেতু নির্মাণের দাবিতে বহু আন্দোলন কর্মসূচী পালিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১৯ ডিসেম্বর নড়াইলে এক নির্বাচনী জনসভায় এ সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এ অ লের মানুষের স্বপ্নের কালনা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here