প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

0
234

খবর ৭১ঃ আজ বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান বিষয়ে দেশবাসীর সামনে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে যোগদান, নিউইয়র্ক সফরের বিষয় ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। যেখানে উঠে আসতে পারে দেশের সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন প্রসঙ্গও।

এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। ২৩ সেপ্টেম্বর লন্ডন থেকে নিউইয়র্ক পৌঁছেন তিনি। ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেন। একই দিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন।

সফরকালে আন্তর্জাতিক নেতৃবৃন্দের সঙ্গে একাধিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া আন্তর্জাতিক বার্তা সংস্থা ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) প্রদত্ত সম্মানজনক ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন তিনি।

পাশাপাশি রোহিঙ্গা সংকটকে উদার মানবিক দৃষ্টিভঙ্গিতে মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গ্লোবাল হোপ কোয়ালিশনের পরিচালনা পর্ষদ তাকে ‘২০১৮ স্পেশাল রিকগনাইজেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’-এ ভূষিত করে।

প্রায় ১০ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত ১ অক্টোবর সকালে লন্ডন হয়ে দেশে ফেরেন শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here