প্রধানমন্ত্রীর দূতের পদ থেকে হুসেইন মুহম্মদ এরশাদের নিয়োগের অবসান

0
336

খবর৭১:সরকার গঠন হওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নিয়োগের অবসান হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ অবসানের তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের নিয়োগের অবসান করেছেন।

২০১৪ সালে বিএনপির বর্জনের নির্বাচনে মহাজোট জয়ের পর সরকার গঠনের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব দেওয়া হয়েছিল। জাতীয় পার্টি বিগত সরকারে বিরোধী দল হিসেবে সংসদে ছিল। যদিও তাদের তিনজন সদস্য ছিলেন মন্ত্রিসভার সদস্য।

এবারের একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে এরশাদের জাতীয় পার্টিই আবারো বিরোধী দলের ভূমিকা পালন করবে। আর এরশাদ সংসদে বিরোদী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন। এবার জাতীয় পার্টি থেকে মন্ত্রিসভায়ও কেউ নেই।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here