প্রধানমন্ত্রীর খুলনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি এমপি নুরুল হকের আহ্বান

0
325

শেখ দীন মাহমুদ,পাইকগাছ(খুলনা):
বর্তমান সরকার উন্নয়ন ও গণবান্ধব সরকার উল্লেখ করে খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের সামগ্রীক উন্নয়নের মহাসড়কে আরোহন করছে। দেশের জনগণ উন্নয়ন ও শান্তি চায়। যা বর্তমান সরকার দেশবাসীকে উপহার দিয়েছেন। বিএনপি দেশের উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। জনবিচ্ছিন্ন বিএনপি-জামায়াত নিশ্চিত পরাজয় ভেবে বিগত দিনের ন্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াবার জন্য খালেদা জিয়ার রায়কে ঘিরে ইস্যু তৈরি করার পায়তারা করছে। মানুষ এখন অনেক সচেতন উল্লেখ করে তিনি বলেন, তাদের (বিএনপি) এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণ ঠিকই আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত রাখবে। তিনি বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসলেই সবচেয়ে বেশি উন্নয়ন হয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের। এ জন্য সরকারের প্রতি এ অঞ্চলের মানুষ কৃতজ্ঞ।
আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রীর খুলনার ঐতিহাসিক জনসভাকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে দলীয় নেতাকর্মী সহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। আ’লীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী,উপাধ্যক্ষ আফসার আলী,যুগোল কিশোর দে,নির্মল মন্ডল,বিজন বিহারী সরকার,জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী,ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার,দিবাকর বিশ্বাস,রুহুল আমিন বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী,আব্দুল মাজেদ,কাজী আব্দুস সালাম বাচ্চু,শেখ হেদায়েত আলী টুকু,এসএম আয়ুব আলী,নির্মল মজুমদার,সরদার গোলাম মোস্তফা,শেখ লুৎফর রহমান, আব্দুল হাকিম গোলদার,গোলাম রব্বানী,হায়দার আলী মোল্যা,পরমানন্দ মন্ডল,শেখ আনিছুর রহমান মুক্ত,প্রভাষক ময়নুল ইসলাম,এ্যাডঃ শেখ আব্দুর রশিদ,নাহার আক্তার,জামাত আলী,শিবপদ মন্ডল,মুক্তিযোদ্ধা জামাল হোসেন, আফসার উদ্দীন,মোঃ দাউদ শরীফ,আলহাজ্ব মুজিবর রহমান,আক্তার হোসেন গাইন,যুবলীগনেতা শেখ শহিদ হোসেন বাবুল,শেখ মাসুদুর রহমান,আব্দুর রাজ্জাক রাজু,বাবু লাল বিশ্বাস,উত্তম ঘোষ,সায়েদ আলী কালাই,প্রণব মন্ডল, জগদীশ চন্দ্র রায়,ইউপি সদস্য রেজাউল করিম,আব্দুস সাত্তার,এজাহার আলী,আব্দুল হামিদ,রফিকুল ইসলাম,শের আলী,আজিবর রহমান,বারিক গাজী,দেবব্রত রায়,দ্বিজেন মন্ডল,আব্দুল হাই,জাহিদুল আলম, মাহফুজুল হক কিনু,উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান,আসিফ ইকবাল রনি,ছাত্রলীগনেতা মাসুদ পারভেজ রাজু,রায়হান পারভেজ রনি,আলমগীর হোসেন টুটুল ও দিপক কুমার বিশ্বাস।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here