প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠালেন খালেদা জিয়া

0
459

খবর ৭১: জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত মন্তব্য করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এতে জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতিসংক্রান্ত অপবাদমূলক বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খালেদা জিয়ার পক্ষে এ উকিল নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বুধবার নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জিয়া পরিবারের দুর্নীতিসংক্রান্ত বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বরাবর উকিল নোটিশ পাঠানো হয়েছে।

উকিল নোটিশে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তা ৩০ দিনের মধ্যে সব জাতীয় দৈনিকের প্রথম পাতায়, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সংবাদপত্র ও সামাজিক মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে।

অন্যথায় বিদ্বেষপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ব্যবস্থাগ্রহণ করা হবে বলে উল্লেখ করেন খালেদা জিয়ার আইনজীবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here