প্রথম ব্রেক থ্রু এনে দিলেন মিরাজ

0
335

খনর৭১ঃ সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জিতে আগে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শিশির ফ্যাক্টর মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করলেন মেহেদী হাসান মিরাজ। শুরুতেই স্বাগতিকদের সাফল্য এনে দিলেন তিনি। মোহাম্মদ মিঠুনের তালুবন্দি করে চন্দ্রপল হেমরাজকে ফিরিয়ে দিলেন এ অফস্পিনার।

শেষ খবর পর্যন্ত ৫ ওভারে ২০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ রান নিয়ে শাই হোপ ক্রিজে আছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে তার সঙ্গে যোগ দিয়েছেন ড্যারেন ব্রাভো।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নেয় টাইগাররা। তবে মিরপুরে পরের ম্যাচেই ধরা খায় তারা। ফলে অঘোষিত ফাইনালে পরিণত হয় তৃতীয় ওয়ানডে। সেই লড়াইয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নেন মাশরাফি। এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হলো দৃষ্টিনন্দন স্টেডিয়ামটির। দেশের মাঠে সম্ভবত এটিই ম্যাশের শেষ ম্যাচ। এ ম্যাচ জিতে তাকে শিরোপা উপহার দিতে চান সাকিব-মুশফিকরা।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। গেল দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার খেসারত গুনে ছিটকে গেছেন ইমরুল কায়েস। তার জায়গায় ঢুকেছেন ইনফর্ম মোহাম্মদ মিঠুন। উভয় ম্যাচেই খরুচে বোলিং করেছেন রুবেল হোসেন। সঙ্গত কারণে তিনিও বাদ পড়েছেন। তার স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আবহাওয়া ও উইকেট বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে একাদশে এক পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা। ইনজুরির কারণে বাইরে চলে গেছেন গতির ঝড় তোলা ওশান টমাস। তার পরিবর্তে খেলছেন স্পিনিং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল,লিটন কুমার দাস, সৌম্য সরকার,মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন,সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, চন্দ্রপল হেমরাজ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ফ্যাবিয়ান অ্যালেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here