প্রথম প্রান্তিকে রপ্তানি দেড় হাজার কোটি ডলার

0
218

খবর৭১:চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশে রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৫০৬ কোটি ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২ শতাংশ বেশি। রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

২০১৮-১৯ অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে মোট রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয় ১ হাজার ৩৩৭ কোটি ডলার। বিপরীতে প্রায় ১৭০ কোটি ডলার বেশি রপ্তানি হয়েছে। এর মধ্যে পণ্য থেকে ১ হাজার ৩৬৫ কোটি ডলার এবং সেবা খাত থেকে আয় হয়েছে ১৪০ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে সেবা খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক সাত ছয় শতাংশ আর পণ্যে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক পাঁচ সাত শতাংশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত অর্থ বছরের একই সময়ে মোট রপ্তানি হয়েছিল ১ হাজার ২৪১ কোটি ডলার। অর্থাৎ এ সময়ে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশের বেশি।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here