প্রথমবারের মতো হোয়াইট হাউসে ট্রাম্পের ইফতার আয়োজন

0
225

খবর৭১: প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর হোয়াইট হাউসে প্রথমবারের মতো ইফতার ও নৈশভোজের আয়োজন করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

আগামী বুধবার তিনি মুসলমানদের ইফতার ও নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এরই মধ্যে অতিথিদের তালিকা অনুসারে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।

রীতি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টরা পবিত্র রমজানে হোয়াইট হাউসে ইফতার ও নৈশভোজের আয়োজন করে থাকেন।

প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় থেকে মুসলমানদের সম্মানে এ আয়োজন হয়ে আসছিল। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাও এ অনুষ্ঠানের আয়োজন করেন।

হোয়াইট হাউসের ইফতারে দেশটির প্রভাবশালী মুসলিম নেতারা, বিভিন্ন দেশের কূটনীতিক ও আইনপ্রণেতারা অংশ নেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here