প্রথমবারের মতো পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন কিম

0
413

খবর৭১ঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। এ উদ্দেশে শিগগির তিনি রাশিয়া সফর করবেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে। তবে কবে নাগাদ এ বৈঠক হবে, তা জানানো হয়নি।

রুশ বার্তা সংস্থা রিয়া বলছে, আগামী ২৬-২৭ এপ্রিল একটি সম্মেলনে যোগ দিতে চীন যাবেন পুতিন। এর আগেই রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে পুতিন ও কিমের মধ্যকার এই বৈঠক হতে পারে।

সংবাদমাধ্যমটি জানায়, কিমের রাশিয়া সফরকে কেন্দ্র করে বুধবার (১৭ এপ্রিল) উত্তর কোরিয়ার কর্মকর্তা কিম চ্যাং সন ভ্লদিভস্তক সফর করেন এবং এ সময় তিনি প্যাসিফিক পোর্ট সিটির ট্রেন স্টেশনের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স বলছে, ২০১১ সালে কিমের ক্ষমতায় বসার পর উত্তর কোরিয়া-রাশিয়ার মধ্যে এটাই প্রথম শীর্ষ বৈঠক হতে যাচ্ছে। কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে পিয়ংইয়ংয়ের বাড়তে থাকা দূরত্বের মধ্যেই পুতিনের সঙ্গে কিমের বৈঠকের এ ঘোষণা এল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here