প্রতিষ্ঠাবার্ষিকীতে পুরস্কার পাচ্ছেন ৫৯ র‍্যাব সদস্য

0
388

খবর৭১ঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। ২০০৪ সালের এ দিনে স্বাধীনতা দিবস প্যারেডে অংশ নেয়ার মাধ্যমে র‌্যাবের আত্মপ্রকাশ ঘটে। র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিনটিকে ঘিরে নানা আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

২০০৪ সালে রাজধানীসহ সারা দেশের জনগণ যখন সন্ত্রাসীদের হাতে এক ধরনের জিম্মি হয়ে পড়ে, তখন র‌্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। জনগণের জানমালের নিরাপত্তায় প্রথমে গঠিত হয়েছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট)। পরে পূর্ণাঙ্গ বাহিনী হিসেবে যাত্রা শুরু করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের সঙ্গে প্রথম ক্রসফায়ারে নিহত হয় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান।

প্রতিষ্ঠার পর থেকে গত ১৫ বছরে জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাসীদের গ্রেফতারের মধ্য দিয়ে অনেক জনআকাঙ্খা পূরণ করে এই বাহিনী। তবে একই সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছে র‌্যাব। যদিও জলদস্যু, চরমপন্থি, জঙ্গি, মাদক, সন্ত্রাস দমনে র‌্যাবের রয়েছে অনেক সফল অভিযান।

কার্যক্রম শুরুর সময় ব্যাটালিয়ন ছিল সদর দপ্তরসহ ৭টি। জনবল ৫ হাজার ৫২১ জন। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে র‌্যাবের জনবল ও ব্যাটালিয়নের সংখ্যা। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, আনসার ও সরকারের বেসামরিক প্রশাসনের বাছাইকৃত চৌকস কর্মকর্তা ও অন্য সদস্যদের নিয়ে এখন ১৫টি ব্যাটালিয়নে অন্তত ১০ হাজার র‌্যাব সদস্য কর্মরত রয়েছেন।

বিগত বছরগুলোর মতো এবারও নানা আনুষ্ঠানিকতায় র‌্যাব সদর দপ্তর ও অন্যান্য ব্যাটালিয়নে পালন করা হবে এলিট বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী। তবে এবার প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজন দুইদিন পরে আগামী ২৮শে মার্চ অনুষ্ঠিত হবে। র‌্যাব সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসিকতা ও সেবা দুই ক্যাটাগরিতে মোট ৫৯ জন কর্মকর্তা ও সদস্যকে র‌্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হবে। র‌্যাব সদর দপ্তরের অপারেশন বিভাগের উপ-পরিচালক মেজর এস এম সুদীপ্ত শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

মনোনীত সদস্যরা পুরস্কার হিসেবে পাবেন ক্রেস্ট, সনদপত্র, নগদ টাকা ও ব্যাজ।

২০১৮ সালের অভিযান পরিচালনা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪ জন র‌্যাব সদস্য পাবেন সাহসিকতায় বিশেষ সম্মাননা। এ ছাড়া প্রশাসনিক ও সেবামূলক কাজের জন্য ২৫ জনকে সেবা ক্যাটাগরিতে দেয়া হবে বিশেষ সম্মাননা। র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ আজ সোমবার র‌্যাব সদর দপ্তরের এক অনুষ্ঠানে পুরস্কারের জন্য মনোনীতদের হাতে সম্মাননা তুলে দেবেন। সাহসিকতায় সম্মাননা পাচ্ছেন র‌্যাব-১ এর সৈনিক মো. রাকিব হোসেন, র‌্যাব-২ এর পরিদর্শক মো. আতিকুর রহমান, র‌্যাব-৩ এর পরিদর্শক মো. ওমর ফারুক, হাবিলদার মো. আবু ইসহাক আলী, র‌্যাব-৪ এর এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, র‌্যাব-৫ এর এএসপি মো. আনোয়ার হোসেন, মো. আজমল হোসেন, ওয়ারেন্ট অফিসার মো. সাহাবুল আলম, সার্জেন্ট মো. টিপু সুলতান, র‌্যাব-৬ এর এএসআই জুয়েল চন্দ্র বিশ্বাস, র‌্যাব-৭ এর এএসপি মো. নুরুজ্জামান, মো. মাশকুর রহমান, কাজী মো. তারেক আজিজ, ওয়ারেন্ট অফিসার মো. আলমগীর কবির খান, র‌্যাব-৮ এর এএসপি মুকুল চাকমা, সার্জেন্ট মো. আব্দুস শুকুর, র‌্যাব-১০ এর এএসআই মো. গোলাম রায়হান, র‌্যাব-১১ ল্যান্স নায়েক মো. আলমগীর হোসেন, এএসআই মো. বেলাল হোসেন, র‌্যাব-১২ এর এএসপি মো. রওশন আলী, র‌্যাব-১৩ এএসপি মো. আহসান হাবীব, এএসপি মো. হাবিবুর রহমান, র‌্যাব-১৪ কনস্টেবল মো. আরমান হোসেন, র‌্যাব-১৫ এর এল এস তৌহিদুল ইসলাম, অপারেশন্স উইংয়ের ল্যান্স করপোরাল সুভাষ চাকমা, ইন্টিলিজেন্স উইংয়ের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জামাল উদ্দিন খান, এসসিপিও সৈয়দ নওশের আলী, ল্যান্স করপোরাল মো. রোকন আলী, মো. রাশেদুল ইসলাম, এএসআই মো. মিরাজুল ইসলাম, সৈনিক মো. রফিকুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার মো. মঞ্জুরুল হক ও লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। এ ছাড়া প্রশাসনিক ও সেবামূলক কাজের জন্য বিশেষ সম্মাননা দেয়া হবে ২৫ জনকে। কনস্টেবল থেকে শুরু করে মেজর ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ব্যক্তিরা পাবেন সেবায় বিশেষ সম্মাননা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, প্রতি বছরের ন্যায় এবারও সাহসিকতা ও সেবা দুই ক্যাটাগরিতে র‌্যাব সদস্যদের পুরস্কার দেয়া হবে। র‌্যাব সদস্যরা তাদের নিজ নিজ কাজে যে সফলতা দেখিয়েছে তার উপর ভিত্তি করে এ পুরস্কার দেয়া হয়। র‌্যাব মনে করে, পুরস্কারের ফলে সদস্যদের মধ্যে সাহসিকতা ও কর্মস্পৃহা বাড়বে।

জানতে চাইলে র‌্যাব গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নানা আয়োজন থাকবে। র‌্যাব সদস্যদের সঙ্গে দরবারে বসবেন মহাপরিচালক বেনজীর আহমেদ। পরে ভালো কাজের জন্য মনোনীত র‌্যাব সদস্যদের সম্মাননা তুলে দেয়া হবে। এ ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ এপ্রিল র‌্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনও থাকবে নানা আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here