প্রতিরক্ষা ব্যয় কমেছে রাশিয়ার!

0
562

খবর৭১:১৯৯৮ সালের পর প্রথমবারের মতো প্রতিরক্ষা ব্যয় হ্রাস করেছে রাশিয়া। জরিপ বলছে, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ফলে এই ঘটনা ঘটেছে।

কেননা ওই নিষেধাজ্ঞায় দেশটির সরকারি কোষাগারে ঘাটতি দেখা দিয়েছে।
বুধবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

এসআইপিআরআই জানায়, মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গত বছর রাশিয়ার সামরিক ব্যয় ছিল ৬৬.৩ বিলিয়ন ডলার। পূর্ববর্তী ২০১৬ সালের তুলনায় এ ব্যয় ২০ শতাংশ কম।

সংস্থাটি জানায়, এর আগে ১৯৯৮ সালে ব্যাপক আর্থিক সংকটের মুখে মস্কো সামরিক ব্যয় হ্রাস করে। রাশিয়া সামরিক বাহিনীর আধুনিকায়নের বিষয়ে অগ্রাধিকার দেওয়া বজায় রেখেছে। কিন্তু আর্থিক সমস্যার কারণে সামরিক বাজেট কাটছাট করছে। দেশটি ২০১৪ সাল থেকে এই সংকট মোকাবেলা করছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here