প্রতিমন্ত্রী বিপুকে আমেরিকা প্রবাসী নারীর ‘লিগ্যাল নোটিশ’

0
355

খবর৭১ঃ বিদ্যুত জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আমেরিকা প্রবাসী মানবাধিকার কর্মী শামীমুন নাহার লিপি।

বৃহস্পতিবার (৯ মে) ডাকযোগে লিপির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান এ নোটিশ পাঠান।

নোটিশে প্রতিমন্ত্রী বিপুকে ‘পারিবারিক বন্ধু’ দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, আপনি ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবত আপনার লোকজন দ্বারা শামীমুন নাহার লিপি ও তার পরিবারের সদস্যদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

বেশ কয়েকবার হামলার শিকারও হয়েছেন লিপি। যার পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন সময় জিডি ও মামলা করেছেন। এছাড়া শামীমুন নাহার লিপিকে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হয়রানি ও তার মানবাধিকার অফিস ভাঙচুর করা হয়েছে। এসবের পেছনে প্রতিমন্ত্রীর হাত রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে শামীমুন নাহার লিপি তার জীবননাশের আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তা চেয়েছেন। একইসঙ্গে মানবাধিকার অফিস ভাঙচুর, মানসিক অশান্তির জন্য প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কাছে ক্ষতিপূরণ দেয়ার অনুরোধ জানিয়েছেন।

আগামী ৭ দিনের মধ্যে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বন্ধ, ক্ষতিপূরণ দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে নোটিশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here