প্রতিবন্ধিতা দমাতে পারেনি তুরস্কের সুমাইয়া বোয়াচ্চিকে

0
345

খবর৭১ঃ প্রতিবন্ধিতা দমাতে পারেনি সুমাইয়া বোয়াচ্চিকে। একদিন স্বপ্ন দেখতেন বিশ্বজয়ের। বহু আগেই তা করে দেখিয়েছেন তুরস্কের এ প্রতিবন্ধী নারী সাঁতারু।

ছিলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। সাফল্যের মুকুটে যোগ করলেন আরেকটি পালক। সোমবার প্যারা সুইমিং বিশ্ব সিরিজে স্বর্ণপদক জিতেছেন তিনি।

বোয়াচ্চি ৫০ মিটার ব্যাক স্ট্রোকে সোনা জিতেছেন। গন্তব্যে পৌঁছতে তিনি সময় নেন ৪৫.২৮ সেকেন্ড। শারীরিক প্রতিবন্ধীদের তুর্কি ক্রীড়া ফেডারেশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এ প্রতিযোগিতা হয়েছে। সেখানে ১৯ দেশের ১৬০ অ্যাথলেট অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন তারা। সাঁতার বিভাগে সবাইকে পেছনে ফেলে সোনা বাগে আনেন সুমাইয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here