পোশাক শ্রমিকদের সঙ্গে বাণিজ্য-শ্রমমন্ত্রীর জরুরি বৈঠক বিকালে

0
244

খবর৭১ঃ পোশাক শ্রমিকদের কয়েক দিনের বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা। এতে যানজট চরম আকার ধারণ করেছে।

সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়ন নিয়ে বিক্ষুব্ধ পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এতে উপস্থিত থাকবেন তৈরি পোশাক কারখানার মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা, সিনিয়র তথ্য অফিসার আবদুল লতিফ বকশী।

তিনি বলেন, সবাইকে ধৈর্য ধারণ করে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here