পোশাক শিল্পে করপোরেট কর বৃদ্ধি কাম্য নয়: বিজিএমইএ

0
318

খবর৭১: ২০১৮-১৯ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বাজেট প্রস্তাব করেছেন তা ব্যবসাবান্ধব, তবে পোশাক শিল্পে করপোরেট কর বাড়ানোর প্রস্তাব কাম্য নয়।

শনিবার (৯ জুন) বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র ভবনে আয়োজিত প্রস্তাবিত বাজেট পরবর্তিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্পের করপোরেট কর হার ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। আর সবুজ শিল্পের জন্য ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে।

সিদ্দিকুর রহমান বলেন, ‘এটা কাম্য নয়, আমরা বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করবো। তবে সামগ্রিকভাবে বাজেট ব্যবসাবান্ধব। এই বাজেটে কর্মসংস্থান হবে ও বিনিয়োগ বাড়বে।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘শুধু পোশাক শিল্পের ওপর ভিত্তি করেই বাজেট হবে না। নতুন বাজেটে পোশাক শিল্পের জন্য সুখবরও নেই, খারাপ খবরও নেই।’

সিদ্দিকুর বলেন, ‘পোশাক শিল্পের জন্য সব থেকে সমস্যার বিষয় হলো ভ্যাট। ভ্যাট থাকলেই হয়রানি হবে। তাই আমরা রফতানি খাতকে সম্পূর্ণভাবে ভ্যাটমুক্ত রাখার দাবি জানাচ্ছি।’

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘আমাদের দাবি ছিল পোশাক শিল্প থেকে উৎস কর সম্পূর্ণ প্রত্যাহার করা। তবে বাজেটে প্রস্তাবনায় এ বিষয়ে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা নেই। এ বিষয়টিও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে বলে আমরা আশা করছি।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here