পেরু গেল তো গেল, অস্ট্রেলিয়াকে নিয়েই গেল

0
276

খবর ৭১ঃপেরু আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। সঙ্গী হিসেবে অস্ট্রেলিয়াকেও নিয়ে গেল তারা। মঙ্গলবার পেরুর বিপক্ষে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া।

গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচে আন্দ্রে ক্যারিলো এবং পাওলো গুয়েরেরো গোলে সান্ত্বনার জয় পায় পেরুভিয়ানরা।

মঙ্গলবার পেরুর বিপক্ষে জয় পেলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার কিছুটা হলেও সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ার। সমীকরণ ছিল- পেরুর বিপক্ষে জয় এবং ডেনমার্ক যদি ফ্রান্সের বিপক্ষে বাজে ভাবে হেরে যেত তাহলে গোল ব্যবধানে এগিয়ে থাকলে অস্ট্রেলিয়ার সুযোগ থাকত নকআউট পর্বে খেলার। কিন্তু পেরুর বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া।

যদিও দিনের অপর খেলায় ফ্রান্স এবং ডেনমার্কের মধ্যকার ম্যাচটি গোলশূণ্য ড্র হয়।

এর আগে নিজেদের প্রথম দুই খেলায় ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট অর্জন করে।

অন্যদিকে ডেনমার্ক এবং ফ্রান্সের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে প্রথম দক্ষিণ আমেরিকান দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নেয়া পেরু একটি সান্ত্বনার জয় দিয়ে আসর শেষ করে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here