পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় বিএনপির সভাপতি ও জামায়াতের আমিরসহ ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

0
382

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ বাহুবলে ককটেল ও পেট্টোল বোমা উদ্ধারের ঘটনায় উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল, উপজেলা জামায়াতের আমীর কাজী আব্দুর রউফ বাহারসহ বিএনপি জামাতের ১৬ জনের নাম উল্লেখ করে অজ্বাহুবলে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় বিএনপির সভাপতি ও জামায়াতের আমিরসহ ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ঞাত ৩৫সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন বাহুবল মডেল থানার এসআই আব্দুর রহিম। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী। মামলায় আরোও ৩০/৩৫ জনকে অজ্ঞাত হিসেবে আসামী করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি নির্মানাধীন ভবনের সামনের খোলা জায়গা থেকে ৬টি ককটেল ও ৬ টি পেট্টোল বোমা উদ্ধার করে থানা পুলিশ। এ সময়ে বাহুবল মডেল থানার এসআই আব্দুর রহিম ও এসআই অমিত সাহার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরপুর বাজার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় মিরপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনের খোলা জায়গায় ৪-৫ জন লোকের ঝটলা দেখতে পায় পুলিশ। পরে পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে একটি ককটেলের বিষ্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা। এ সময় বিস্ফোরিত ককটেলের বিকট শব্দে স্থানীয় লোকজনের মাঝে আতংক দেখা দেয়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে বালির স্তুপ থেকে পুলিশ ৬ টি তাজা ককটেল ও ৬ টি পেট্রোল বোমা উদ্ধার করে। খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান শাহেদ ও শ্রীমঙ্গল র‌্যাব ৯ এর একদল সদস্য ঘটনাস্থলে আসেন এবং উদ্ধারকৃত বোমাগুলিকে থানায় নিয়ে যান।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here