পেট্রাপোল বন্দরে ভারত-বাংলাদেশ যৌথ বৈঠক অনুষ্ঠিত

0
383

জাহিরুল ইসলাম মিলন, যশোর জেলা প্রতিনিধি:
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের প্রতিনিধিদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ ও পাসপোর্ট যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দে যাতায়াতে দুই দেশের প্রশাসসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীরা একমত পোষণ করেছেন।বুধবার দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভারতের পেট্রাপোল বন্দর অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক(ট্রাফিক) আমিনুল ইসলামের নেতৃত্বে ২৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, বেনাপোল সিআ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন,সহসভাপতি নুরুজ্জামান,সেক্রেটারী ইমদাদুল হক লতা, সাবেক সিআ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি সামসুর রহমান,সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন,

দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম, বন্দর বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, বাংলাদেশ স্থলবন্দর এমপে¬ায়েজ ইউনিয়নের সহসভাপতি মনির মজুমদার,সিআ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান,সেক্রেটারী নাসির উদ্দীন, বন্দরের পণ্য খালাসকারী ঠিকাদার প্রতিষ্ঠান ড্রপ কমিউকেশনের প্রতিনিধি ওহিদুজ্জামান ওহিদ, এসআইএস লজেষ্টিকের প্রতিনিধি সুলতান আহম্মেদ বাবু, ৮৯১ বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি প্রমুখ।

ভারতের পক্ষে পেট্রাপোল কাস্টমসের সহকারী কমিশনার রমেশ্বর মিনার নেতৃত্বে ছিলেন, অলইন্ডিয়া মটর কংগ্রেস ও ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর এ্যাসোসিয়েশনের সভাপতি মহেন্দ্র সিং,অলইন্ডিয়া মটর কংগ্রেসের বঁনগা শাখার সেক্রেটারী দিলিপ দাস,পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সভাপতি রাজু গোস্বামী,পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনে সেক্রেটারী কার্তিক চন্দ্র প্রমুখ।

জানা যায়, বেনাপোল বন্দর থেকে ভারতের বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র ৮৩ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে প্রথম থেকেও ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। বাণিজ্য সম্প্রসারণ ও পাসপোর্ট যাত্রীদের স্বাচ্ছন্দে যাতায়াতে দুই দেশের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীরা একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।এদিকে বাংলাদেশি প্রতিনিধি দল দুপুরে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌছালে ভারতের পেট্রাপোল কাস্টমসের সহকারী কমিশনার রমেশ্বর মিনাসহ ব্যবসায়ী নেতৃবিন্দ তাদের অর্ভথনা জানান। পরে অতিথীদের পেট্রাপোল বন্দর অডিটোরিয়ামে বৈঠক স্থলে নিয়ে যাওয়া হয়। বৈঠক শেষে বিকাল ৪ টায় বাংলাদেশ প্রতিনিধি দল ফিরে আসেন।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here