পৃথিবীর সবচেয়ে ক্ষতিকর ল্যাপটপ

0
412

খবর ৭১ঃ মাত্র দশ দশমিক দুই ইঞ্চির স্যামসাংয়ের এই ল্যাপটপটির দাম উঠেছে ১০ কোটি ২৬ লাখ। এই ল্যাপটপের মডেল নম্বর স্যামসাং এনসি-১০ অর্থাৎ এটির ইন্টার্নাল স্টোরেজ ১৪ জিবি।

সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ২০০৮ সালে তৈরি স্যামসাংয়ের ল্যাপটপে রয়েছে বিশ্বের ভয়ঙ্করতম ৬টি ম্যালওয়্যার বা ভাইরাস। বিশ্বের প্রায় ৭০ লাখ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে এই ম্যালওয়্যার বা ভাইরাসগুলোর জন্য। তাই এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপ।

২০১৫ সালে ইউক্রেন যে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হয়, তার জন্য দায়ি এই ৬টি ম্যালওয়্যারের একটি। এর একটি ম্যালওয়্যার হামলায় ব্রিটেনের ‘ন্যাশনাল হেলথ সার্ভিস’ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনই আরও অনেক বড় বড় ভয়ঙ্কর সাইবার বিপর্যয়ের জন্য দায়ি এই ৬টি ম্যালওয়্যার বা ভাইরাস। আর স্যামসাংয়ের এই ল্যাপটপটিতেই রয়েছে ৬টি ভয়ঙ্কর ম্যালওয়্যার বা ভাইরাস। তাই এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপ হিসাবেই ব্যাখ্যা করছেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা।

সম্প্রতি ল্যাপটপটিকে অনলাইন নিলামে তোলা হয়েছে। সেখানে এটির দাম ১০ কোটি ২৬ লাখ ছাড়িয়ে গেছে। সূত্র-জি-নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here