পূর্ব ঘৌতায় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে : জাতিসংঘ

0
279

খবর৭১: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জায়েদ রায়াদ আল হুসেইন হুশিয়ারি করে বলেছেন, সিরিয়ার পূর্ব ঘৌতায় হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে চলে যাচ্ছে। যারা বেসামরিক লোকজনের ওপর হামলা করছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, সিরিয়ার পূর্ব ঘৌতায় যা কিছু ঘটতে দেখছি, তা সম্ভাব্য যুদ্ধাপরাধ।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন।

জায়েদ রায়াদ আল হুসেইন বলেন, এই যুদ্ধাপরাধের হোতাদের জানা উচিত, তারা সবাই শনাক্ত হয়ে আছে। তাদের অপরাধের নথির স্তূপ বাড়ছে। তারা যা কিছু করছে, তার সবকিছুর জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেট জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতায় প্রায় চার লাখ বেসামরিক লোক আটকা পড়ে আছেন। গত দুই সপ্তাহে সিরীয় সরকার ও রুশ বিমান হামলায় এ পর্যন্ত সেখানে ৬৭৪ জন নিহত হয়েছেন।

জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেন, সিরীয় হামলায় বেসামরিক লোকদের আহত কিংবা মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে। ন্যায়বিচারের চাকার গতি ধীর হতে পারে, কিন্তু নিষ্ক্রিয় না।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here