পুষ্টি সয়াবিন তেল কোম্পানিকে ৭৫ লাখ টাকা জরিমানা

0
509

খবর৭১ঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় সুপার অয়েল রিফাইনারি লিমিটেড (পুষ্টি সয়াবিন তেল প্রস্তুতকারক) কোম্পানিকে অনিয়মের অভিযোগে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ মে) র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর যৌথ দল অভিযান পরিচালনা করে এ জরিমানা করে।

র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, ‘অভিযানে বাজারের অবিক্রিত ও মেয়াদোত্তীর্ণ তেল পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত করতে দেখা যায়। বিষয়টি সত্যিই অবিশ্বাস্য এবং কষ্টকর। এছাড়া কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের ৮০ ভাগ রাসায়নিক পদার্থ কয়েক বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে বলেও প্রমাণ পাওয়া যায়।’

এসব অভিযোগের কারণে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here