‘পুলিশ সদস্যরা ট্রাফিক আইন ভঙ্গ করলে ছাড় দেয়া হবে না’

0
284

খবর৭১ঃঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘সমাজের প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি যদি আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের কোনো সদস্য যদি ট্রাফিক আইন ভঙ্গ করে তাহলে তাদেরকেও একবিন্দু ছাড় দেয়া হবে না।’

শনিবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ট্রাফিক সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘সমাজের প্রভাবশালী ও দায়িত্বশীল ব্যক্তি যদি আইন না মানে তবে সাধারণ মানুষকে আইন মানানো খুবই কষ্টকর ব্যাপার। ‌’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সামনে দুর্গা পূজা শেষ হওয়ার পরে আমরা রোভার স্কাউটসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আবারও ১৫ থেকে এক মাস ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করব।’

এ সময় শিক্ষার্থীদেরকে উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘নিজেরা এবং অন্যদের ট্রফিক আইন মানতে সহযোগিতা কর। তাহলে আমাদের বর্তমান উন্নয়ন টেকসই করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমাদের গর্ব করার অনেক কিছু আছে। আমরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষা এনেছি, স্বাধীনতা অর্জন করেছি, এসব এমনিতেই হয়নি। দেশের পরিবর্তনের জন্য শিক্ষার্থীদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে।’

বক্তব্য শেষে ডিএমপি কমিশনারের নেতৃত্বে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ট্রাফিক সচেতনতামূলক র‌্যালি বের হয়। র‌্যালিটি কৃষিবিদ ইন্সটিটিউশন থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এসে শেষ হয়।

এ সময় ট্রাফিক সচেতনতামূলক সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ, অধ্যাপক মুহতামিম, চিত্রনায়ক ফারুক, জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, চলচ্চিত্র শিল্প সমিতির সহসভাপতি চিত্রনায়ক রিয়াজ, চিত্রশিল্পী নাদের চৌধুরী, চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেতা আহম্মেদ শরিফ, শ্রমিক নেতা এনায়েত উল্লাহ, ফারুক তালুকদার সোহেল প্রমুখ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here