পুলিশ-ডাকাত ‘গোলাগুলি’ যুবক নিহত

0
1257

খবর ৭১:ঝালকাঠিতে পুলিশ ও ডাকাতদের মধ্যে ‘গোলাগুলিতে’ এক যুবক নিহত হয়েছেন। এসময় তিন পুলিশ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠি-খুলনা আঞ্চলিক সড়কের সদর উপজেলার বেরপাশা নামক স্থানে এ ‘গোলাগুলির’ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

ঝালকাঠি সদর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বেরপাশা নামক স্থানে টহল পুলিশ ৮/১০ জন লোকের উপস্থিতি টের পেয়ে তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও তাদের ওপর পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায় ডাকাতরা পিছু হঁটে পালিয়ে যায়।

পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক এএইচএম ফয়সাল গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি ছ্যানা, একটি করাত, একটি সেলাই রেঞ্জ ও একটি চাকু উদ্ধার করে।

এ ঘটনায় সামান্য আহত হয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি তদন্ত ফারুক আলম, এএসআই মেহেদী ও বাপ্পি।

ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম. মাহামুদ হাসান বলেন, ৮/১০ জনের ডাকাত দল সম্ভবত ওই এলাকার কোনও বাড়িতে অথবা নৈশকোচে ডাকাতির জন্য ওঁৎ পেতে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলিবর্ষণ করে। ঘটনার সময় পুলিশ ১৮-২০ রাউন্ড গুলিবর্ষণ করে।

নিহত ডাকাতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। খবর ৭১/ ই;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here